অধ্যক্ষের বাণী
একটি সুন্দর চেতনা করে দিতে পারে একটি অনাবিল সুন্দর ভবিষ্যৎ। মানুষের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর চেতনার সমন্বয়ে মানবসম্পদ শিল্প সংস্কৃতির। তার সৃজনশীল পরস্পরায় আজও করে চলেছে মানব কল্যাণের কৃতিময়তা। অনুরূপভাবে কালের পরিক্রমায় অমর কৃতি নওহাটা মহিলা ডিগ্রী কলেজ রাজশাহী জেলার পবা থানা অন্তর্গত অসংখ্য মানুষের শিক্ষানুরাগী চেতনার দীপ্ত প্রখর স্বাক্ষর। অবহেলিত পশ্চাৎপদ নারী সমাজকে আলোকিত করার লক্ষ্যে এবং নারী শিক্ষাকে ত্বরাম্বিত করার মহৎ উদ্দেশ্য নিয়েই নওহাটা মহিলা ডিগ্রী কলেজের যাত্রা শুরু। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মানুষ এখন বুঝতে পেরেছে নারী শিক্ষার গুরুত্ব। দিন বদলের পালায় পুরনো ধ্যান-ধারণা গোঁড়ামি কুসংস্কারের খোলস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে একালের নারী সমাজ। এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে বিশ্বমানের জ্ঞান সম্পন্ন দেশ প্রেমিক মানুষত্ব বোধ উদযাপিত দক্ষ নারী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গুণগত শিক্ষার মাধ্যমে নারী সমাজকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো এবং এর পরিপূর্ণ রূপায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অত্র কলেজের শিক্ষার মানোন্নয়নে একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের পাশাপাশি নিয়মিত ভাবে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রতিটি শ্রেণিকক্ষে সাউন্ড-সিস্টেম ও মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে ক্লাস গ্রহণের সুযোগ করা হয়েছে। কলেজে বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চার জন্য অত্র কলেজের রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী।কলেজ চত্বর পরিচ্ছন্ন ও ফুলের বাগানসহ নান্দনিকতার স্পর্শে প্রতিটি অঙ্গ কে অত্যন্ত মনোরম করা হয়েছে। শিক্ষার্থী এই মনোরম পরিবেশে যেন ক্লাসমুখী হয়ে শিক্ষকদের সংস্পর্শ থেকে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এছাড়া প্রতিবছর ভালো রেজাল্টধারী শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। অসংখ্য শিক্ষানুরাগী মানুষের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা নওহাটা মহিলা ডিগ্রি কলেজ উপজেলায় নয় তথা সমগ্র রাজশাহী জেলায় একটি গর্বের প্রতিষ্ঠান। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানের আরো গৌরব দীপ্ত সাফল্যকে স্পর্শ করবে এটাই আমাদের প্রত্যাশা।
অধ্যক্ষ
মোঃ কাউছার আলী
নওহাটা মহিলা ডিগ্রি কলেজ, রাজশাহী