+88 01720-6148 nwdcpaba@gmail.com

পাঠদান কার্যক্রম

শিক্ষা মেধা-মনন উৎকষ সাধনের মধ্য দিয়েএ তদঅঞ্চলে নারী সমাজকে আলোকিত করে দেশে দক্ষসুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওহাটা মহিলা ডিগ্রি কলেজে সুদক্ষ শিক্ষক মন্ডলী একব্যতিক্রমধমী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন ।শুধু সফলতা নয়; ভালো ফলাফল অজনের মধ্য দিয়ে একজন শিক্ষাথী তার জীবনে কাঙ্খিত লক্ষ পৌছাতে পারে । জীবনে গড়ার এইকারখানায় প্রতিটি শিক্ষাথীকে সফলতার সেইআকাশ ছোঁয়ার দীপ্ত শপথে করাহ য়।
১। অত্র কলেজে প্রতিটি বিষয়ে সৃজনশীল পদ্ধতি প্রস্ততিমূলক সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পরীক্স নেয়া হয়।
২। বিশেষযত্নসহকারেশিক্ষাথীদেরকেহ্যান্ডনোটপ্রদানকরাহয়।
৩।সৃজনশীল পদ্ধতির আলোকে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয়।যা শিক্ষাথীদের সহজেই যে কোনো বিষয় বোধগম্য হয়।
৪। নিবাচনি পরীক্ষা পরবতী সময়ে কলেজ শিক্ষক দ্বারা ৩ মাস বিনা বেতনে প্রস্ততি মুলক কোচিং ক্লাস করানো হয়।
৫। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাথীকে কলেজ কর্তৃক বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
৬। এছাড়াও বিশেষ ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে প্রবন্ধ রচনা কবিতা পাঠ বিতক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষাথীদের মানসিক বিনোদনের জন্য বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা গ্রহন করা হয়।
৭। উল্লেখ যেন ও হাটা মহিলা ডিগ্রী কলেজ ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পবা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।

অধ্যক্ষের বাণী

একটি সুন্দর চিত্র চেতনা করে দিতে পারে একটি অনাবিল সুন্দর ভবিষ্যৎ। মানুষের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দর চেতনার সমন্বয়ে মানবসম্পদ শিল্প সংস্কৃতির। তার সৃজনশীল পরস্পরায় আজও করে চলেছে মানব কল্যাণের কৃতিময়তা।