নওহাটা মহিলা ডিগ্রি কলেজে স্বাগতম

উপদেষ্টা পর্ষদ
মোঃ কাউছার আলী (অধ্যক্ষ)
নওহাটা মহিলা ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী ।
মোঃ সাইফুল ইসলাম (উপাধ্যক্ষ)
নওহাটা মহিলা ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী।
কলেজের নিয়ম শৃঙ্খলা
নওহাট মহিলা ডিগ্রি কলেজ পবা উপজেলার কলেজ সমূহের মধ্যে শীর্ষে অবস্থানকারী একটি অনন্য প্রতিষ্ঠান । কলেজের সুনাম অর্জনের লক্ষ্যে ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা একটি উল্লেখযোগ্য বিষয়। সেই লক্ষ্যে পরিচালনা পর্ষদ কর্তৃক কিছু বিধি নিষেধ এর মধ্যে দিয়ে কলেজটি পরিচালিত হয়ে আসছে ।
পোশাক
কলেজ শিক্ষার্থীদের পরিচিতি ও নিজস্ব ঐতিহ্য বহনে রয়েছে স্বতন্ত্র মার্জিত পোশাক। সাদা-কালো গ্রামীণ ছাপের এই পোশাক নারীশিক্ষার প্রাণকেন্দ্র নওহাটা মহিলা ডিগ্রি কলেজকে পবা উপজেলায় এক অনন্য মাত্রা এনে দিয়েছে।
পোশাক নির্দেশনা: সালোয়ার কামিজ (সাদা রংয়ের গ্রামিন ছাপ)
কলেজর অবকাঠামো
সুবিশাল তোরণ বিশিষ্ট কলেজ অবকাঠামোগত অবস্থান দর্শনীয়। ছায়াঘেরা মনোরম পরিবেশে কলেজের ৩টি ভবন রয়েছে:
- ১ম ভবন: চারতলা বিশিষ্ট, ১৬টি শ্রেণি কক্ষ রয়েছে।
- ২য় ভবন: তিনতলা বিশিষ্ট, ১৫ টি শ্রেণি কক্ষ রয়েছে।
কলেজ শিক্ষা কার্যক্রম
উচ্চ মাধ্যমিক পর্যায় :
- (ক) বিজ্ঞান বিভাগ আসন -১৫০
- (খ) বাণিজ্য বিভাগ আসন -১৫০
- (গ) মানবিক বিভাগ আসন -১৫০
অনার্স কোর্স সমূহ:
বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ বিজ্ঞান ,রাষ্ট্র বিজ্ঞান ও ব্যবস্থাপনা
পাঠদান কার্যক্রম
শিক্ষা মেধা-মনন উৎকষ সাধনের মধ্য দিয়ে এতদঅঞ্চলে নারী সমাজকে আলোকিত করে দেশে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সুদক্ষ শিক্ষক মন্ডলী এক ব্যতিক্রম ধমী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। শুধু সফলতা নয়; ভালো ফলাফল অজনের মধ্য দিয়ে একজন শিক্ষাথীতার জীবনে ....
অধ্যক্ষ মহোদয়

নওহাটা মহিলা ডিগ্রি কলেজ, রাজশাহী
উপাধ্যক্ষ মহোদয়

জরুরি হটলাইন
